বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে অবস্থিত আটিগ্রাম একটি বর্ধিঞ্চু গ্রাম। মরমী কবি দাদ আলী মিয়া এখানে জন্ম গ্রহন করেন । এ প্রাচিনতম শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৬২ সালে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয়। ঔপনিবেশিক শাসন -শোষণ ও পরবর্তীতে পাকিস্তানী হানাদারদের যাঁতাকালে তৎকালীন বাংলার ৮০ ভাগ মানুষই ছিল নিরক্ষর। তৎকালীন সামাজিক অবস্থা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও আর্থিক সামর্থ্যহীনতার কারণে ইচ্ছা থাকলেও শিক্ষালাভের তেমন কোন সুযোগ ছিলনা সাধারণ মানুষের। গ্রামের গুটিকয়েক মানুষ তখন কারো বাড়ি লজিংমাষ্টার বা জায়গীর থেকে আমলা কিংবা কুষ্টিয়ায় গিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন। এমনই এক পরিস্থিতিতে এলাকার কিছু শিক্ষানুরাগী পরিবার ও ব্যক্তি এগিয়ে আসেন। হাইস্কুল প্রতিষ্ঠার জন্য সে সময়ে জমি দান করেন সর্বজনাব মোঃ হেম্মত আলী মন্ডল, মোঃ খবির উদ্দিন বিশ্বাস, হাজী নওশের আলী বিশ্বাস, মোঃ মোজাম্মেল হক, আব্দুল হাই, মোছাঃ জরিপোষ নেছা ও মোছাঃ রওশন আরা প্রমুখ। গ্রামের সকলে মিলে সাধ্যানুযায়ী মেধা, শ্রম ও অর্থ দান করে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান। পূর্বসূরীদের অনন্য অবদান আমাদের এই বাতিঘর অর্থাৎ আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। তাঁদের হাতে গড়া এ আলোকবর্তিকার সুফলই আমরা ভোগ করছি। নব প্রতিষ্ঠিত বিদ্যালয়টির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন হাজী ইসমাইল হোসেন মাস্টার ও দীর্ঘ সময়ের সভাপতি হাজী মোঃ মহিউদ্দিন। আটিগ্রামের কৃতি সন্তান মহান স্বাধীনতা যুদ্ধের সংগঠক জসিম উদ্দিন (বি.কম.) কে প্রধান শিক্ষক নিয়োগ করা হয়। মরহুম মতিয়ার রহমান মাস্টার নাড়ির টানে কৃষি সম্প্রসারণ বিভাগের ফিল্ড সুপারভাইজার পদত্যাগ করে নিজ গ্রামে হাইস্কুল প্রতিষ্ঠায় সামিল হন। একাধারে শিক্ষকতা ও বিদ্যালয়ের উন্নয়নে তিনি যথেষ্ট অবদান রাখেন । তাঁর বহুমুখী ভূমিকার কারণে বিদ্যালয়ের যথেষ্ট সুনাম অর্জিত হয়। নানা কারনে বিদ্যালয়টি ঐ সময়ে শিক্ষাবোর্ডের স্বীকৃতি পায়নি। ১৯৭২ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রথম স্বীকৃতি লাভ করে এবং ১৯৭৪ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে । এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গ্রামবাসীদের নানা রকম সহযোগিতায় বিদ্যালয়টি পূর্নরূপ লাভ করেছে এবং শ্রীবৃদ্ধি ঘটেছে। বিদ্যালয়ে পরিমাপমত খেলার মাঠ আছে। বিজ্ঞানাগার সহ দুইটি পাকা ভবন আছে এবং বর্তমানে একটি চার তলা ভবন নির্মিত হচ্ছে। পাশে একই আাঙ্গিনায় সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের তিন দিকে গ্রাম বেষ্ঠিত ও পূর্ব দিকে জিকে খাল এবং বড় কৃষি মাঠ অবস্থিত। সব মিলিয়ি অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। প্রয়াত মতিউর রহমান মাস্টার এর কনিষ্ঠ পুত্র এবং আটিগ্রামের কৃতি সন্তান যুগ্ম সচিব জনাব এ কে এম টিপু সুলতান বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি বিদ্যালয়ের উন্নয়নমুলক কাজে যথেষ্ট অবদান রেখে আসছেন।