এক বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হল শিক্ষা। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম,মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।
শিক্ষার ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতি। নিয়মিত বিভিন্ন ধরণের আধুনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে উন্নত ও মান সম্মত প্রতিষ্ঠান হিসাবে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত আছে। জরাজীর্ণ বিজ্ঞানগার সংস্কার করে যুগোপযোগী আধুনিক বিজ্ঞানাগার তৈরি করেছি। অল্প কিছু দিনের মধ্যে স্কুলে একটি ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপিত হবে বলে আমি আশা করি। । সকলের সহযোগিতায় একটি বিশ্বমানের ওয়েবসাইট চালু হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত ও গর্বিত। ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জন এবং ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সবাই একযোগে কাজ করে এ প্রতিষ্ঠানকে একটি সর্বাধুনিক উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
সভাপতি
আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়
যুগ্ম সচিব (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়)
প্রধান শিক্ষকের বাণী
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মধ্যে একটি স্বনামধন্য বিদ্যাপীঠ আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে রেখেছে তাদের যোগ্যতার স্বাক্ষর। সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ের গৌরবময় পরিক্রমায় এবার যুক্ত হল নিজস্ব ওয়েবসাইট। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা এই ওয়েবসাইটের লক্ষ্য এবং উদ্দেশ্য। ওয়েবসাইট-এর মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ সহজ ও দ্রুততম সময়ে তথ্য ও উপাত্ত সেবা পাবে এবং দাপ্তরীক কাজের সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে । বিশ্বায়নের এই যুগে প্রযুক্তিগত উন্নয়নের কোন বিকল্প নাই। উন্নয়নের স্বার্থেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ওয়েবসাইটটি শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে অভ্যস্থ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। পরিশেষে ওয়েবসাইটটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করি।
প্রধান শিক্ষক
আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়।